বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে জয়পুরহাট-১ আসনের মনোনয়ন বঞ্চিত ও আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত নেতা আব্দুল গফুর মন্ডল বলেছেন, ‘আর কত পরীক্ষা দিলে, মামলা খেলে, জেল খাটলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে।’
রোববার (৯ নভেম্বর) বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাঁচমাথা চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে সভায় আব্দুল গফুর আরও বলেন, ‘বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি সবচেয়ে নির্যাতনের শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছি। আওয়ামী লীগ সরকারের সময়ে গত ১৭ বছরে আমার নামে ২৬-২৭টি মিথ্যা মামলা দিয়ে আমাকে বাগি ছাড়া করে রেখেছিল। শুধু তাই নয়, আমাকে মেরে ফেলার জন্য জেলখানা থেকে গুম করা হয়েছিল।’
‘কিন্তু, আল্লাহর রহমতে বেঁচে গেছি। তারপরও নেতাকর্মীদের সংগঠিত করে রেখেছি। বিপদে-আপদে তাদের পাশে থেকে দুঃসময়ে দলের কাজ করেছি।’
তিনি বলেন, ‘আমার রাজনীতির বয়স যাদের নয়, তারা আজ মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা আশাহত হয়েছে।’
জয়পুরহাট-১ আসনে নিজস্ব জরিপের মাধ্যমে পুনঃবিবেচনার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানান আব্দুল গফুর।
পাঁচবিবি উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মন্ডল, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগাঠনিক সম্পাদক আইনুল ইসলাম, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি আবু নছর চৌধুরী, বাগজানা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বাবুল হোসেন।
উপস্থিত ছিলেন কুসুম্বা ইউনিয়ন বিএনপি নেতা মো. শামীম হোসেন, যুবদল নেতা আলম হোসেন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোরছালিন, মো. নুরুউল্লাহ ও মহিপুর কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাকিম হোসেন।
এর আগে পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি র্যালি শহর প্রদিক্ষণ করে পাঁচমাথা এলাকায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
কেকে/ এমএ