বহিষ্কৃত গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাতের বিরুদ্ধে ধানের শীষ প্রতীকের প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টার অভিযোগ ওঠেছে।
বিএনপি সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন- গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা শুরু করেছেন নাহিদুজ্জামান নিশাত।
রোববার (৯ নভেম্বর) নাহিদুজ্জামান নিশাত বগুড়া থেকে টাকার বিনিময়ে ভাড়া করা লোকজন ও প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় শোডাউনের প্রস্তুতি গ্রহণ করেন।
এ সময় নিশাত ও তার সহযোগীরা সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে ধানের শীষের পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন, যা নিয়ে এলাকায় বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিএনপি নেতাকর্মীর দাবি, নাহিদুজ্জামান নিশাত নিজেই তার লোকজন দিয়ে মোটরসাইকেল ও সিএনজি ভাঙচুর করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।
বিএনপি সূত্রে জানা গেছে, নাহিদুজ্জামান নিশাত উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। তার এ কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি।
তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাঘাটা উপজেলা প্রশাসন রোববার ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল।
তিনি বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলায় মোতায়েন হয়েছে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।’
কেকে/এমএ