শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মেহেদী হাসান উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র।
রোববার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল কেন্দুয়াপাড়া আমবাগান বাজারে অভিযান চালায়। এ সময় মেহেদীকে গ্রেফতার করা হলেও তার সঙ্গে থাকা অপর ২ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মেহেদীর শরীর তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, খালি চোখে আসল-নকল পার্থক্য করা কঠিন। জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচার করে স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/বি