নীলফামারীর ডোমারে স্থানীয় উন্নয়ন ভাবনা নিয়ে ‘তারুণ্যের চোখে ডোমার’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন।
সকালে শিল্প উন্নয়ন প্রতিষ্ঠান ও আয়োজক নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর উন্মুক্ত মঞ্চে ইউনিয়ন ভিত্তিক সমস্যা ও সংকট দলগতভাবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের পুরো মাঠ সাজানো হয় রঙিন ব্যানার ও ফেস্টুন দিয়ে। এছাড়া শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স (এ্যাব) আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “তরুণরাই আগামী দিনের কান্ডারী। তারাই ঠিক করবে এলাকায় কতটা পরিবর্তণ ঘটানো যায়। আজকের এই অনুষ্ঠান তারই প্রমান করে। বিএনপি সরকারে আসলে ডোমারকে নিরক্ষর মুক্ত এবং সকল কাঁচা রাস্তা পাকা করতে চাই সবার আগে। কর্মক্ষেত্র তৈরি এবং এলাকাকে অর্থনৈতিক সক্ষমতাপুর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিতে ভুল করেছি বারবার। এরফলে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি।”
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন উদ্বোধনী বক্তব্যে বলেন, “আমাদের সমস্যা আমাদেরই করতে হবে। আমরা আমাদের স্বপ্নের জায়গা ডোমার-ডিমলাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারেনি। মনে হয়, আমরা আজ সঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছি এই তরুণদের উপস্থিতিতে। সঠিক চিন্তা করে, সঠিক ভাবে পা ফেলে এর সমাধান করতে হবে। এজন্য ম্যান্ডেড প্রয়োজন। স্বপ্ন বাস্তবায়নে তুহিন ভাইকে সমর্থন দিতে হবে। আমরা ডোমারকে নিয়ে বহুদুর ভাবি। তুহিন ভাই ডোমার-ডিমলাকে সিঙ্গাপুর বানাতে চায়, মডেল হিসেবে বানাতে চান। এই তরুণদের সহযোগিতা এই স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে।”
অনুষ্ঠানে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম উজ্জল ও নীলফামারীর উত্তরা ইপিজেডে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এভারগ্রীন বিডি প্রোডাক্ট লিমিটেডের মহাব্যবস্থাপক শামীম উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় শামীম উদ্দিন এই এলাকায় বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেন।
পরে দুপুরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন স্থানের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
এছাড়া একই অনুষ্ঠানে সমস্যা সমাধান বিষয়ক হেল্পলাইন সেন্টার ‘বিএনপি সেবা হেল্পলাইন’ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। হেল্পলাইনের নাম্বার: ০৯৬১০-৯৯৮৮৯৯, যেখানে স্থানীয় সেবা, অভিযোগ ও বিএনপি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
কেকে/ আরআই