মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিভাগের সেমিনার হলে আয়োজিত এই বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আনিসুর রহমান আনিছের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সারা বিশ্বে যত নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পুরস্কার ইংরেজি ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অর্জিত হয়েছে। ইংরেজি ভাষা বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা। আধুনিক বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির যুগ—আর বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে ইংরেজির বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “পড়ালেখা করে ভালো ছাত্র হওয়া যায় এবং ভালো চাকরিও পাওয়া সম্ভব, কিন্তু ভালো মানুষ হতে হলে নিজের ইচ্ছা ও সচেতনতা থাকতে হবে। ভালো মানুষ না হলে শুধু ভালো ছাত্র বা ভালো চাকরিজীবী হওয়ায় প্রকৃত মূল্য নেই।”
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করেন এবং নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দসহ নবীন ও পুরাতন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কেকে/ আরআই