আগামী বছর ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমান।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজনকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জানে নির্বাচন হলে তাদের মাতাব্বরি শেষ হয়ে যাবে। তাই তারা নানাভাবে চক্রান্ত করছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়াও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সহ সভাপতি নাজিম উদ্দীন, মোজাম্মেল হোসেন, হাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল পাশা, জাকির হোসেন, বিএনপি নেতা মাসুস রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ সেলিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেকে/বি