বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রী কলেজের সামনে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোর যাত্রী এক র্যাব সদস্য নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দপদপিয়া হাইওয়ে পুলিশের ওসি জানায়, ‘ দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/বি