গত জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণ করে মৃত্যুবরণ করা শহীদ বিশালের কবর জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন পাঁচবিবি উপজেলার নবাগত ইউএনও মো. সেলিম আহমেদ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ইউএনও সেলিম আহমেদ উপজেলার রতনপুর গ্রামে শহীদ বিশালের কবর প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এরপর শহীদ বিশালের বাড়িতে যান এবং তার মা-বাবার সঙ্গে কথা বলেন।
এসময় ইউএনও বিশালের পরিবারের সদস্যদের জন্য কিছু ফল উপহার দেন এবং তাদের যেকোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ রাখতে বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম এবং প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস।
কেকে/ আরআই