নীলফামারীতে ক্রিকেট খেলতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় রাশেদ পারভেজ নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের দাড়োয়ানী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ পারভেজ জেলা শহরের কলেজপাড়া মহল্লার মহর আলীর ছেলে ও উত্তরা ইপিজেডের ইপিএফ প্রিন্টিং লিমিটেড কোম্পানির প্যাকেজিং শাখার কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে একটি মোটরসাইকেলে তিন বন্ধু ক্রিকেট খেলার উদ্যেশ্যে শহরের বাসা থেকে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুরহাট যাচ্ছিলেন। পথে দারোয়ানী নামক স্থানে একটি ইজিবাইককে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় পেছনদিক থেকে আসা নীলফামারী থেকে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে তিনজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাশেদ পারভেজ ও মো. খোকা ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাশেদ পারভেজ।
এ ঘটনায় আহত খোকা ইসলাম জেলা সদরের সোনারায় ইউনিয়নের কাজীরহাট গ্রামের হামিদুল ইসলামের ছেলে। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, আহত মোরছালিন ইসলামকে নীলফমারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “দুর্ঘনার পর যাত্রীবাহি বাসটি পালিয়ে গেছে, সেটি সনাক্তে কাজ চলছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।”
কেকে/ আরআই