নওগাঁ সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযানে ১২৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি।
শুক্রবার (৯ নভেম্বর) বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যরাতে পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ এর বস্তাবর এবং কালুপাড়া বিওপি রুপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে আটক করা হয় মো. জিয়ারুল হক, মো. রবিউল ইসলাম এবং মো. আমিনুল নামে তিন চোরাকারবারীকে। তাদের কাছ থেকে ১২৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, আটককৃতদের ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক পুলিশে হস্তান্তর করা হয়েছে। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ৮ হাজার ৬শ টাকা।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “গরু, মাদক ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে।”
কেকে/ আরআই