চট্টগ্রামের রাউজান উপজেলায় ব্যক্তি উদ্যােগে ২০ কোটি টাকা ব্যয়ে দুই কিলোমিটার আলহাজ্ব জসিম উদ্দিন সড়ক-৩’-এর আরসিসি ঢালাই কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে নোয়াপাড়া পথেরহাট থেকে শুরু হওয়া সড়কের মাঝে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়।
এই সড়ক উন্নয়নের সম্পূর্ণ খরচের অর্থায়ন করছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, ব্যবসায়ী, নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়ার আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন।
সড়কটি চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন নোয়াপাড়া পথেরহাট হতে তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা পর্যন্ত সংযুক্ত; যা দীর্ঘ ২০ বছর ধরে ক্ষতবিক্ষত অবস্থায় যানবাহন চলাচল অনুপযোগী ও অবহেলিত ছিলো।
ঢালাই কাজ উদ্বোধন করেন সড়ক পুনঃনির্মাণের উদ্যােক্তা ব্যবসায়ী মুহাম্মদ রফিক।
অতিথি ছিলেন জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মোকতার আহমদ, মুহাম্মদ আবু তাহের, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ ইয়াছিন, ফারুকে আজম, ব্যবসায়ী সরোয়ার হোসাইন, মুহাম্মদ মাসুম, প্রকৌশলী নুর আম্বিয়া, প্রকৌশলী ইমরান, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন ও এম কামাল উদ্দিন, ওয়ার্ড সদস্য মাসুদ পারভেজ, সিরাজ মেম্বার, মুহাম্মদ আজম, আবু জাফর, মুহাম্মদ জসিম উদ্দিন, প্রকৌশলী নাজিম উদ্দিন, আনোয়ারুল আজিম, মাহাবুব আলম,দিদারুল আলম, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ আজম, আব্দুস সোবহান, মুহাম্মদ নেজাম, ফিরোজ সওদাগর।
দোয়া ও মোনাজাত করেন মাওলা আলী কাদেরিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ বখতিয়ার উদ্দিন কাদেরী ।
জানা গেছে, সড়কটি পাশে ১৪-১৬ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এই সড়ক নির্মাণের কাজ শেষ করা হবে।
কেকে/এমএ