চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের সার্বিক নির্দেশনায় এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মধ্য ঘাগড়াকুল এলাকায় জনৈক আজিজুল হক উরফে জলক্কে'র বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ জনকে হাতেনাতে আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন :
১. নাছিমা বেগম (৪০), পিতা মো. মহিউদ্দিন, স্বামী আজিজুল হক, গ্রাম. মধ্য ঘাগড়া, ১ নম্বর রাজানগর ইউপি।
২. মো. তোফাজ্জল হোসেন রাসেল (২২), পিতা মৃত. মো. আবদুল্লাহ মিয়া, গ্রাম. হাতিমারা, কাউখালী, রাঙ্গামাটি।
৩. মো. নিজাম উদ্দিন (২৯) এবং ৪. ইরফানুর রহমান আরমান (২০), উভয়ের পিতা আজিজুল হক, গ্রাম. মধ্য ঘাগড়া, রাজানগর ইউনিয়ন, রাঙ্গুনিয়া।
অভিযানে আসামিদের থেকে ১৫৬ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ৪৬,৮০০ টাকা) এবং ৭০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৯,০০০ টাকা) উদ্ধার করা হয়।
এ ঘটনায় রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং রাঙ্গুনিয়াকে মাদকমুক্ত করতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
কেকে/বি