পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:০৮ পিএম

ছবি: প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ছাগল বিতরণ হয়েছে।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ২০০ হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষদের মাঝে দুটি করে ছাগল বিতরণ হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, ভেটেরিনারি সার্জন ডা. ফয়সাল রাব্বী।
কেকে/ এমএ