চট্টগ্রামের রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে বিএনপির পাঁচজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কুয়েপাড়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতরা হলেন, রাউজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, বাগোয়ান ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মো. ইসমাইল, বাগোয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রবিউল হোসেন রুবেল ও বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল। আহত সবাই বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা।
আহত পাঁচজনই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলির সদস্য গোলাম আকবর খোন্দকারের অনুসারী বলে দলীয় সূত্রে জানা যায়।
স্থানীয়রা জানান, কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি। রাতের এ গুলির ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকা এখন আতঙ্কিত হয়ে পড়ে ।
এ বিষয়ে রাউজান থানা সূত্রে জানা যায়, “ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”
কেকে/এআর