স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরাম-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকালে সোনারগাঁয়ে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি অনিক ইসলাম এবং সঞ্চালনায় পনির ভূঁইয়া।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আনন্দ টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম নির্বাচিত হন।
সভাপতি অনিক ইসলাম বলেন, ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে আমরা সোনারগাঁয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতার একটি অঙ্গীকার।’
সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় আমরা একসাথে কাজ করব। সোনারগাঁয়ের উন্নয়ন, সংস্কৃতি ও জনদুর্ভোগের খবর তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।’
অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ৭১ টেলিভিশনের শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক আরটিভির মোশাররফ হোসেন খশরু, দপ্তর সম্পাদক চ্যানেল এস-এর হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক বাংলা টিভির শফিকুল ইসলাম। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এশিয়ান টেলিভিশনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক পনির ভূঁইয়া এবং নাগরিক টিভির আক্তার হোসেন।
উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও জনগণের সেবাদানের লক্ষ্য নিয়ে ২০২৪ সালের ১ জুন সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরাম আত্মপ্রকাশ করে।
কেকে/বি