মাগুরার মহম্মদপুর সদর উপজেলায় রাতের আঁধারে ৫০ শতক জমির লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার ধুপুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার ভুক্তভোগী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধুপুড়িয়া গ্রামের ময়েন শেখের ছেলে নওশের আলী (৪৪) নিজ বাড়ির পাশে প্রায় ৫০ শতক জমিতে লাউ চাষ করেছিলেন। জমির লাউ গাছগুলো ইতোমধ্যে মাচায় উঠেছিল এবং ফল ধরা শুরু করেছিল।
মঙ্গলবার বিকালে জমিতে কাজ শেষ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন বুধবার সকালে জমিতে গিয়ে দেখেন, সব লাউ গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। এতে কৃষক নওশের আলীর দাবি প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/বি