চট্টগ্রাম নগরের বায়েজিদে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত সরোয়ার হোসেন বাবলা নামে একজন মারা গেছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ হামলা চালানো হয়। এসময় প্রার্থী এরশাদ উল্লাহসহ আরও বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে বাবলা মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজন ব্যক্তি ঘটনাস্থলে এসে বাবলার বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিতে বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহও আহত হন।
নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
নিহত সরোয়ার হোসেন বাবলার সঙ্গে বায়েজিদ-অক্সিজেন এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি সাজ্জাদ’-এর বিরোধ চলছিল।
কেকে/এজে