বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রূপালী ব্যাংকের কর্পোরেট গ্যারান্টির বিপরীতে হোলসেল সাধারণ গৃহনির্মাণ (আবাসিক) ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে গৃহনির্মাণ ঋণের চেক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, রূপালী ব্যাংকের এই উদ্যোগ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে। নিজস্ব আবাসন গড়ে তোলার স্বপ্ন পূরণে এ ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী ও স্থিতিশীল করার লক্ষ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপাচার্য আরও বলেন, বেরোবির প্রশাসন সবসময় কর্মচারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রূপালী ব্যাংকের এই অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয় ও ব্যাংক উভয়ের জন্যই একটি সফল উদাহরণ হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. শাহ্জামান, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো. আব্দুল মোতালেব হোসেন প্রামানিকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রূপালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে প্রথম ধাপে ১২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মাঝে গৃহনির্মাণ ঋণ বিতরণ করা হয়। ধাপে ধাপে আরও অনেক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
কেকে/ আরআই