মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খসড়া গঠনতন্ত্র শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
খসড়া অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ১৯টি পদের মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদ ব্যতীত ১৭টি পদে সরাসরি নির্বাচন হবে। নির্বাচিত পদগুলো হলো: সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক (২), মুক্তিযুদ্ধ বিপ্লব ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সমাজকল্যাণ স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক বিষয় সম্পাদক, ক্রীড়া কলা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, পরিবহন ও ক্যাফেটেরিয়া সম্পাদক, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ৫ জন নির্বাহী সদস্য।
সংরক্ষিত দুইটি পদে পদাধিকার বলে সভাপতি হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ হবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। যদি কোষাধ্যক্ষ না থাকে তাহলে উপাচার্য মনোনীত একজন অধ্যাপক কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
এছাড়া হল সংসদের ১৩ টি পদের মধ্যে ১১ টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে, দুইটি পদ সংরক্ষিত থাকবে। নির্বাচন পদগুলো হলো: সভাপতি, সহ-সভাপতি, সাধারন সম্পাদক, সহ-সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষ, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, পাঠাগার ও কমনরুম বিষয়ক সম্পাদক, ডাইনিং ও পরিচ্ছন্নতা বিষয়ক সম্পাদক, ক্রীড়া বিষয়ক সম্পাদক, সদস্য ৪ জন।
সংরক্ষিত দুটি পদের মধ্যে পদাধিকার বলে সভাপতি হবেন হল প্রভোস্ট ও কোষাধ্যক্ষ হবেন প্রভোস্ট মনোনীত একজন হাউজ টিউটর।
এদিকে, খসড়া গঠনতন্ত্রে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নৈতিকতা ও মাদকমুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া প্রার্থীরা রাজনৈতিক দল বা সংগঠনের ব্যানারে নির্বাচন করতে পারবে না।
উল্লেখ্য, খসড়া চূড়ান্ত করার জন্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন আঞ্চলিক সংগঠন, ক্লাব ও শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে ৮ নভেম্বর মতবিনিময় করবে।
কেকে/ আরআই