রাজশাহীর বাঘা সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার মাহাদীপুর ও কিশোরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ মীরগঞ্জ ও আলাইপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
বিজিবি জানায়, বুধবার ভোররাত সোয়া ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে অভিযান দুটি পরিচালিত হয়। প্রথম অভিযানে বাঘা থানাধীন সীমান্ত পিলার থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাহাদীপুর এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯ বোতল ভারতীয় ‘ওল্ড মঙ্ক’ রাম এবং ১০ বোতল ‘জেডি’ মদ জব্দ করা হয়। অন্য অভিযানে সীমান্ত পিলার থেকে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কিশোরপুর এলাকায় তল্লাশি চালিয়ে আরও ৩০ প্যাকেট ভারতীয় ম্যানকোজেব ৭৫% ডিথেন এম-৪৫ (ফুল ও ফলের ভিটামিন) কীটনাশক উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় অবৈধ মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কেকে/ আরআই