ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস আরা। মূখ্য প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সায়েন্টিফিক অফিসার মো. হাসানুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সায়েন্টিফিক অফিসার মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তাহিম বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার আব্বাস আলী, সমাজসেবা অফিসার জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা ও মৎস্য কর্মকর্তা সাঈদা আক্তার।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সেমিনারটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক।
এ সময় বিসিএসআইআর প্রতিনিধিদল তাদের চলমান গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কার্যক্রমের ওপর বিস্তারিত তুলে ধরেন। স্থানীয় পর্যায়ে প্রযুক্তির উন্নয়ন ও সম্প্রসারণে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
পরে আগত অতিথিরা বিভিন্ন উদ্ভাবনের ওপর ভিত্তি করে স্থাপিত ১২টি স্টল পরিদর্শন করেন।
কেকে/ আরআই