গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এ আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২টি ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।’
এলাকাবাসী জানায়, ‘সকালে হঠাৎ ধোঁয়া দেখে তারা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেকে/বি