গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ একেএম ফজলুল হক মিলনের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে কালীগঞ্জ পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সোলায়মান আলম।
কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা আশরাফী হাবীবুল্লাহ,মোস্তফা মিয়া, ফরিদ আহমেদ মৃধা, লুৎফুর রহমান, মোমতাজ উদ্দিন, নায়েবুর রহমান মাসুদ, সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, স্বেচ্ছাসেবক দলের নেতা আশরাফ নেওয়াজ শাওন চৌধুরী, ইনজামুল হক জাকির প্রমুখ।
এ সময় কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং গাজীপুর-৫ আসনের মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের জন্য বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মীরা মিলনের প্রতি শুভ কামনা জানিয়ে আগামী নির্বাচনে তার বিজয় কামনা করেন।
কেকে/ এমএ