কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল) অলক বিশ্বাস।
সোমবার (৩ নভেম্বর) বিকালে হোয়াইক্যং বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন,সাইফুল ইসলাম (২৩), পিতা- শামসুল আলম, মাতা- রমিজা বেগম, সাং- রইক্ষং, ৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন। আমির হোসেন (৪৫), পিতা- মৃত জামাল, মাতা- মায়মুনা খাতুন, সাং- তেচ্ছিব্রীজ, ৩নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ।
পুলিশ জানায়, অভিযানে ১৪,০০০ (চৌদ্দ হাজার) পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেকে/এআর