আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদরের আংশিক এলাকা) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
প্রাথমিক তালিকা ঘোষণার পরপরই মাগুরার মহম্মদপুর উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। ছোট মিছিল এবং তাৎক্ষণিক সমাবেশে তারা তাদের আনন্দময় অনুভূতি ব্যক্ত করেন।
সমর্থকরা বলেন, ‘অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মতো একজন অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেওয়ায় দলের সিদ্ধান্তকে তারা স্বাগত জানায়।’
তারা আরও বলেন, ‘আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে এবং বিজয়ের লক্ষ্যে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি। এই আসনে জয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করা হবে।’
স্থানীয় বিএনপি নেতাদের মতে, ‘বর্ষীয়ান এই নেতার মনোনয়ন এই অঞ্চলের নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী নির্বাচনের জন্য শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি করবে।’
কেকে/বি