‘ধানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে’ শ্লোগানকে সামনে রেখে রোববার (২ নভেম্বর) বিকালে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপি সভাপতি এডভোকেট সাবেরুল হক সাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সভায় বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী কেশবপুর উপজেলা বিএনপি সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য রওনোকুল ইসলাম শ্রাবণ ও কেশবপুর পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক মাষ্টার মকবুল হোসেন মুকুল ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ওবায়দুল হক।
]প্রধান অতিথি উপস্থিত মনোনয়ন প্রত্যাশাীদের উদ্দেশ্যে বলেন, ‘বিএনপির প্রার্থীর বিজয়ে সকলকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।’
কেকে/বি