সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ঠাকুরগাঁও জেলা কমিটি পুনর্গঠন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের রংপুর আঞ্চলিক সমন্বয়ক রাজেশ দে, ফিরোজ আমিন সরকার, শাহ মো. নাজমুল হোসেন, ফজলে ইমাম বুলবুল, জয়নাল আবেদিন বাবুল, মাসুদ আহমেদ সুবর্ন, খোদা বক্স ডাবলু ও নাজনিম বেগম স্নিগ্ধা।
সভায় সর্বসম্মতিক্রমে মো. আব্দুল লতিফকে সভাপতি ও শাহ মো. নাজমুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
কেকে/ আরআই