রংপুরের গঙ্গাচড়ায় দুই শিশুহত্যা মামলার প্রধান আসামি আজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরের বালু উত্তোলনস্থলে পাথর কুড়াতে যায় দুই শিশু আব্দুর রহমান ও মারুফ। এ সময় পাথর কুড়ানোকে কেন্দ্র করে বালু ব্যবসায়ী আজাহারুল ইসলাম ক্ষুব্ধ হয়ে সহযোগীদের নিয়ে শিশু দুটিকে হত্যা করে বালুর নিচে মরদেহ গুমের চেষ্টা করেন। সন্ধ্যা পর্যন্ত শিশুরা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় আজাহারুল ইসলামের বালু উত্তোলনস্থলের নিচ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে ৭ আগস্ট নিহত শিশুদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব জানায়, শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার মতো সংবেদনশীল ঘটনায় তারা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, “গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতে হস্তান্তর করা হবে।”
কেকে/ আরআই