গাজীপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে মফিজুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নগরের শিমুলতলী চত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মফিজুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ থানার শাহাডুবি এলাকার শাহজাহান মিয়ার ছেলে। তিনি শিমুলতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং দিনমজুরের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মফিজুল ইসলাম চাল চত্বর এলাকার এটিআই গেটের পাশে ছিলেন। তখন একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মকভাবে জখম হয়ে মারা যান।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই মফিজুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের ধরতে আমাদের একাধিক দল অভিযান পরিচালনা করছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরসহ অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি আশ্বাস দেন, দ্রুততম সময়ে হত্যার রহস্য উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
কেকে/ আরআই