ঢাকা-৮ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা সাইফুল হকের পক্ষে নির্বাচনী গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল তিনটার দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগের শুরুতে ঢাকা মহানগরের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান ভোটের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশ্যে আকবর খান বলেন, ‘ভোট আপনার পবিত্র আমানত, নাগরিক অধিকার ও মর্যাদার প্রতীক। তাই, সচেতনভাবে এই অধিকার প্রয়োগ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-৮ আসনে বসবাসকারী নাগরিকগণ বিগত ১৪, ১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। যে তরুণ, যুবকের বয়স এখন ২৫-২৬ বছর, ভোট কি জিনিস তা এই তরুণ - যুবক প্রজন্ম জানেই না। গত ১৬-১৭ বছর ধরে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং আমাদের নেতা সাইফুল হক টেলিভিশনে, সংবাদ মাধ্যমসহ নানা সভা-সমাবেশে শত শত বক্তব্য দিয়েছেন নাগরিকদের এই ভোটাধিকারের জন্য। ভোটাধিকারসহ গণমানুষের বিভিন্ন গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করতে যেয়ে অনেক জেল-জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন। তারপরও সাইফুল হক থেমে থাকেননি। বহু লড়াই সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই ভোটাধিকার। তাই, কোন অবস্থাতেই এই অধিকার ভুল মানুষকে নির্বাচিত করার হাতিয়ার হিসাবে ব্যবহার করা যাবে না।’
‘সাইফুল হক গণমানুষের পরীক্ষিত নেতা। তাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সাইফুল হককে ভোট দিয়ে আপনাদের সুখ, দুঃখের কথা, চাওয়া- পাওয়ার কথা, গত ১৬ বছরের বঞ্চিত অধিকারের কথা জাতীয় সংসদে তুলে ধরার সুযোগ করে দিন।’
এ সময় শতাধিক নেতাকর্মী প্রচারপত্র বিতরণ করতে করতে মতিঝিল, কমলাপুর, ফকিরাপুল, কালভার্ট রোড হয়ে বিজয়নগরে যান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কবি জামাল সিকদার, ফাইজুর রহমান মুনির, বাবর চৌধু্রী, মহানগর নেতা যুবরান আলী জুয়েল, সালাউদ্দিন, রিয়েল মাতবর, আরিফুল ইসলাম, মুজিবুল হক চুন্নু, গোলাম রাজিব, মাহমুদুল হাসান খান, ফয়েজ ইবনে জাফর, নান্টু দাস, শিবু মহন্ত, হুমায়ুন কবির।
কেকে/এমএ