বরগুনার বামনা উপজেলায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার সৈয়দ রহমাতআলী স্টেডিয়াম মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় পার্শ্ববর্তী মঠবারিয়া উপজেলার গুলিশাখালী একাদশ ও পটুয়াখালীর মির্জাগঞ্জ একাদশ। হাজারো দর্শকে পূর্ণ স্টেডিয়ামে চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচ ট্রাইবেকারে ৫–৩ গোলে সমাপ্ত হয়। এতে চ্যাম্পিয়ন হয় গুলিশাখালী একাদশ এবং রানার্সআপ হয় মির্জাগঞ্জ একাদশ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো’র স্মরণে স্থানীয় বিএনপি এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলকে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, আহবায়ক সদস্য ও প্রধান পৃষ্ঠপোষক রুহুল আমিন শরীফ, বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারন অর রশীদ হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল কোরাইশী বাবু, বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুবদল আহবায়ক দীপু সিকদার, টুর্নামেন্ট আহবায়ক আরিফুর রহমান শিমুল, সদস্য সচিব রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদল আহবায়ক নাসির জমাদ্দারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কেকে/ আরআই