খাগড়াছড়ির রামগড়ে চাঁদা আদায়কালে বাত্যা রাম চাকমা নামের এক ইউপিডিএফ কালেক্টরকে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার খাগড়াবিল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র, একটি গুলতি (গুলাইল), চাঁদা আদায়ের রসিদ বই এবং নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃত বাত্যা রাম চাকমা উপজেলার মরাকয়লা এলাকার দম কমর চাকমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাত্যা রাম চাকমা ইউপিডিএফের কালেক্টর হিসেবে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীরের ক্ষেতে কচু তোলার সময় তার কাছে চাঁদা নিতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে জনতা তাকে সিন্দুকছড়ি সেনা জোনের সদস্যদের হাতে তুলে দেয়। সেনাবাহিনী পরবর্তীতে তাকে রামগড় থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চাঁদা আদায়ের বিষয় স্বীকার করেছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
কেকে/ আরআই