চট্টগ্রামের ফটিকছড়িতে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবং প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় ফটিকছড়ি উপজেলা পরিষদের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষকদের কাছে সার সরবরাহের ক্ষেত্রে খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০০৯ সালের নীতিমালা বাতিল করে যে নতুন ‘২৬ নীতিমালা’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে খুচরা সার ডিলারদের বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে। এতে দেশের প্রান্তিক কৃষকরা মারাত্মক ভোগান্তিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা নতুন নীতিমালা বাতিল করে পুরোনো নীতিমালা বহাল রাখার দাবি জানায়।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার ডিলার মো. আলাউদ্দিন, মো. ফরিদুল আলম, মো. ইলিয়াছ, গফুর আলম, মো. এমদাদ হোসেনসহ উপজেলার প্রায় ১৮০ জন খুচরা সার বিক্রেতা।
কেকে/বি