১৮৬৯ সালে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম পৌরসভাগুলোর একটি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা। দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও এখনো পর্যাপ্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী।
পৌর এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, পৌরসভায় সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। বহু এলাকার সড়ক ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাতে সড়কের বাতি না জ্বলার কারণে বাড়ছে দুর্ঘটনা ও নিরাপত্তাহীনতা।
স্থানীয়রা জানান, সড়কগুলোর বেহাল অবস্থার কারণে যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। খানা-খন্দে ভরা রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফলে পৌর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন।
পৌরবাসীদের দাবি, পৌরসভাটি ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত হলেও নাগরিক সেবা উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
দৃষ্টি আকর্ষণ করা হলে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিকাইল ইসলাম বলেন, ‘কুমারখালী পৌরসভার সার্বিক উন্নয়নে বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ নিয়েছি। অল্প সময়ের মধ্যেই এর সুফল পাবেন পৌরবাসী। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সমস্যাগুলোর টেকসই সমাধানের চেষ্টা করছি।”
কেকে/এমএ