রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গৌরাঙ্গবাড়ি খেতুরীধামে ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি উপলক্ষে তিন দিনব্যাপী মহোৎসব পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় তিনি খেতুরী ধাম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শরীফ উদ্দিন গৌরাঙ্গদেব ট্রাস্টি বোর্ডের ট্রাস্টিদের ও ভক্তদের সাথে মতবিনিময় করেন। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে খেতুরী ধামে আসা ভক্তদের কোন অসুবিধা, সুযোগ-সুবিধা ও নিরাপত্তাসহ সব বিষয়ে খোঁজখবর নেন।
শরীফ উদ্দিন বলেন, ‘নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি মহোৎসব কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, সম্প্রীতির বন্ধন, এখানে শুধু হিন্দুরাই আসে না। এখানে হিন্দু, মুসিলম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসে। আমরা সবাই বাংলাদেশী। এখােন আসেল বুঝা যায়, আমরা সকলেই সম্প্রীতির বন্ধনে বাংলাদেশী।’
প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার খেতুর গ্রামে ঐতিহ্যবাহী গৌরাঙ্গবাড়ি (শ্রীপাট খেতুরীধামে) নেমেছে ভক্তদের ঢল।
শুক্রবার (১০ অক্টোবর) থেকে শুরু হয়েছে এই মহোৎসব। শুক্রবার সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়। শনিবার অরুণোদয় থেকে অষ্টপ্রহরব্যাপী চলেছে তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন। রোববার প্রভুর ভোগ মহোৎসব, দধিমঙ্গল ও মহান্ত বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে তিরোভাব তিথি মহোৎসব ।
ভক্তদের নিরাপত্তার জন্য নিরাপত্তা বেষ্টনি শক্ত রয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী ও সেচ্ছাসেবকরা সবসময় নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছে। শ্রীপাট খেতুরীধাম এলাকায় ১২ টি সিসিক্যামেরা স্থাপন করা আছে। এছাড়াও বক্তদের জন্য ১০০ টি স্থায়ি টয়লেট ও ১০০ টি ভ্রাম্যমাণ টয়লেট, পনির জন্য ১০ টি সাব মার্সিবল পাম্প ও ১ গভীর নলকূপ বসানো আছে।
কেকে/ এমএ