বাহুবলে ট্রাক্টরসহ বালু জব্দ, ১ জনকে জেল-জরিমানা
ছাদিকুর রহমান, বাহুবল (হবিগঞ্জ)
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৮:৫৩ এএম আপডেট: ১২.১০.২০২৫ ৮:৫৬ এএম

হবিগঞ্জের বাহুবলে সিলিকা বালুসহ ট্র্যাক্টর আটক করা হয়েছে। এ সময় বালু পাচারে জড়িত থাকার দায়ে শেফুল মিয়া মিয়া নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম পুটিজুরি ইউনিয়নের মীরেরগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে সিলিকা বালুর ট্রাক্টরসহ ১জনকে আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক শেফুল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া জব্দকরা আনুমানিক ৫০০ ফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৩ হাজার ২শ ৫০ টাকা বিক্রি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম জানান, আটক করা ট্রাক্টর পুটিজুরী পুলিশ ফাড়ির হেফাজতে দেওয়া হয়েছে।
কেকে/এআর