পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মো. বেল্লাল ফকির নামের এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। দণ্ডপ্রাপ্ত বেল্লাল ফকির উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের মো. আলতাফ ফকিরের ছেলে।
অভিযান পরিচালনাকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার দিবাগত-রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার সন্ধ্যা, কচা ও কালীগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় কচা নদীর বেকুটিয়া এলাকায় ইলিশ ধরার সময় মো. বেল্লাল ফকির নামে এক জেলেকে আটক করা হয়। পরে শনিবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতে ১৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।
কেকে/ এমএস