নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি দখলের অভিযোগ উঠেছে একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পক্ষ ওবায়দুল্লাহ (২৮) বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, তার পরিবারের মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আজিজ, সোহেল ও সেলিমসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা বিচারাধীন থাকলেও প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।
ওবায়দুল্লাহ অভিযোগ করেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার জমির গাছপালা কেটে ফেলে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিলে তারা হামলার হুমকি দেয়।
তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। অবশেষে তিনি ন্যায়বিচারের আশায় থানায় অভিযোগ করতে বাধ্য হন।
সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খাঁন (ওসি) বলেন, “লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ এমএ