বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে নোয়াগাঁও ইউনিয়নের ধন্দী বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নেতাকর্মীরা বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
সভায় সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সানাউল্লাহ প্রধান এবং সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা ফরহাদ আহমেদ তুহিন।
সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ভূইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইকবাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ইয়ামিন রহমান শিশির, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, যুবদল নেতা মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মোজাম্মেল হক, নোয়াগাঁও ইউনিয়ন জাসাসের সভাপতি মো. ডালিম।
উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক আশরাফুল, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হৃদয় হাসান, ওসমান, ফারুক, বোরহান, সানাউল্লাহ, বিএনপি নেতা নয়ন মিয়া।
সভায় বক্তারা বলেন, ‘বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার রূপরেখা।’
তারা আরও বলেন, ‘দলীয় নেতাকর্মীদের এখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাঠে নামতে হবে, যাতে দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।’
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ ধন্দী বাজারের জনসাধারণের মধ্যে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং গণসংযোগে অংশ নেন।
কেকে/ এমএ