কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গ্রামবাসীর উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।তারা গ্রামবাসীর বাড়িঘর ভাংচুর করেছে। এ সময় দেড় ঘন্টা ব্যাপী গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার কালোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ফজরের আযানের সময় ২০-২৫ জনের সন্ত্রাসী দল অস্ত্র নিয়ে বাড়িঘরে গুলি চালায়। তারা পদ্মা নদী থেকে নৌকা যোগে এসে নদী পাড়ের ঘরবাড়িতে হামলা চালায়, এরপর গুলি ছুড়তে ছুড়তে গ্রামের ভেতরে ঢুকে। সন্ত্রাসীরা বেড় কালোয়ার জহুরুল ডাক্তারের মোড় এলাকায় কয়েকটি বাড়িতে হামলা চালায়। এ সময় পাঁচ জন গুলিবিদ্ধ হন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও কয়কজন গুলিবিদ্ধ অবস্থায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ‘সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। কারা জড়িত তা জানা যায়নি। এ ঘটনায় ৪-৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।’
কেকে/ এমএ