বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      নির্বাচনী জোটের আলোচনা প্রাথমিক পর্যায়ে : রাশেদ খান      গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই : আমান      
দেশজুড়ে
ইজিবাইক চুরি নিয়ে বিরোধ, যশোরে যুবককে কুপিয়ে হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যশোর সদর উপজেলার ডাকাতিয়া দক্ষিণ পাড়া গ্রামে ইজিবাইক চুরি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসীদের হামলায় চঞ্চল মাহমুদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা, মা ও ছোট ভাই।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। নিহত চঞ্চল ওই গ্রামের মধু গাজীর ছেলে।

আহতরা হলেন—চঞ্চলের বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিন গাজী। তারা বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক।

নিহত চঞ্চলের ছোট ভাই তুহিন গাজী জানান, গত এক মাস আগে ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা এবং ভুক্তভোগী চঞ্চল এলাকার আলোচিত চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম গংকে সন্দেহ করে এবং স্থানীয়দের মাধ্যমে ইজিবাইকটি ফিরিয়ে দিতে অনুরোধ করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে চোর সিন্ডিকেট প্রধান রবিউল। এ নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মধু গাজীর বাড়িতে রবিউলের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় প্রথমে ছেলে চঞ্চলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে রবিউলের লোকজন। এ সময় চঞ্চল মাহমুদ মাটিতে লুটিয়ে পড়ে। ঠেকাতে আসলে তার বাবা মধু গাজী মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকে কুপিয়ে জখম করে তারা।

পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হামলাকারী চক্র চলে যায়। স্থানীয় লোকজন মাটিতে লুটিয়ে পড়া চঞ্চল মাহমুদ, তার বাবা মাধু গাজী, ছোট ভাই তুহিন ও মা হাসিনা বেগমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর জখম মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

এদিকে হামলা ও হত্যার খবর ছড়িয়ে পড়লে যশোর কোতোয়ালি থানা, জেলা গোয়েন্দা শাখাসহ কয়েকটি আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম হাসপাতাল ও ঘটনাস্থল এলাকায় খোঁজখবর নেন। এ ঘটনায় পুলিশ রবিউল ইসলাম, বিল্লাল হোসেন ও মুন্নাকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম ও তার দুই সহযোগী বিল্লাল ও মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  চুরি   যশোর   কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬
শেখ হাসিনার আইনজীবী হিসেবে না লড়ার সিদ্ধান্ত জেডআই খান পান্নার
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি
মোহনপুরে বিএসটিআই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানকে জরিমানা

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close