রংপুরের গঙ্গাচড়ায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন দুর্গত এলাকায় খাবার বিতরণের পাশাপাশি ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, রংপুর মহানগরের যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, রংপুর জেলা যুগ্ম সমন্বয়কারী মো. এরশাদ হোসেন, জেলা সদস্য কামরুজ্জামান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব তানজিম আলম তাসিন, উপজেলা প্রধান সমন্বয়কারী রিফাতুজ্জামানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ।
ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে সাদিয়া ফারজানা দিনা বলেন, ‘আমরা শুধু সহানুভূতির কথা বলতে আসিনি, বাস্তবভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি। মানুষের দুঃসময়ে রাজনীতি নয়, মানবিকতাই আমাদের মূল দায়িত্ব।’
তিনি আরো বলেন, ‘যারা এই দুর্যোগে গৃহহীন হয়েছেন, তাদের পুনর্বাসনে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। মানুষের কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার বড় পরিচয়।’
কেকে/ এমএস