ডেঙ্গু দমন ও জলাবদ্ধতা নিরসনসহ পাঁচ দফা দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নাগরিক সংগঠন ‘ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ’।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিটি কর্পোরেশনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন।
সংগঠনটির প্রধান সমন্বয়ক সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নাগরিকদের দাবির প্রেক্ষিতে আমরা পরিকল্পিত উন্নয়ন, মেট্রোরেল বাস্তবায়ন, ডেঙ্গু নিধনে সময়োপযোগী পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্মারকলিপি দিয়েছি। আশা করছি, দ্রুত সমাধানে আন্তরিক হবে কর্পোরেশন।
স্মারকলিপি গ্রহণ শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে একজন প্রকৌশলীকে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই সমাধান হবে।
তিনি আরও বলেন, অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে সিটি কর্পোরেশন আগে থেকেই কাজ করে আসছে। কিছু বিষয় সময়সাপেক্ষ এবং চলমান। তবে নাগরিকদের সব যৌক্তিক দাবির ক্ষেত্রেই সিটি কর্পোরেশন আন্তরিক।
কেকে/বি