চট্টগ্রামে দুই সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এ কর্মসূচি পালন করেন।
রোববার (৫ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সেলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সন্ত্রাসী শুক্কুরের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন পারভেজের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। হামলাকারীরা এ সময় ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়।
এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লার সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
মানবন্ধনে বক্তারা বলেন, ‘দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলছে। একের পর এক হামলার ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না।’
তারা দ্রু চট্টগ্রামে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা ভালো লক্ষণ নয়। রাষ্ট্রের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে মাঠ পর্যায়ে সাংবাদিকতা কঠিন হয়ে পড়বে, যা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য হুমকি।’
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ওমর ফারুক তাপসের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাংবাদিক খায়রুল আহসান মানিক, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির রনি, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, কুমিল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার রায়হান, জনকণ্ঠের প্রতিনিধি মীর শাহ আলম, প্রথম আলোর আব্দুর রহমান, এনটিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সমকালের স্টাফ রিপোর্টার কামাল উদ্দিন, যমুনা টিভির ব্যুরো প্রধান খোকন চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান দিলিপ মজুমদার, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহআলম শফি, দৈনিক পূর্বাশার সাংবাদিক মোহাম্মদ শহীদুল্লাহ, কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবীবুর রহমান খান, কুমিল্লা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক ফারুক হোসাইন, মাই টিভির প্রতিনিধি আবু মুছা, আমার দেশের জেলা প্রতিনিধি এম হাসান, আজকের পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, কুমিল্লার খবরের কাগজের কুমিল্লা প্রতিনিধি জহির শান্ত, দেশ টিভির প্রতিনিধি সুমন কবির, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, চ্যানেল নাইনের প্রতিনিধি আহসান হাবিব পাখী, বাসসের প্রতিনিধি কামরুল হাসান, নয়া দিগন্তের ফাহিম মুনতাছিম, ডেইলি সানের হোসাইন বিল্লাল, জিটিভির মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা পোস্টের আরিফ আজগর, আকাশ টিভির সম্পাদক মহিউদ্দিন আকাশ, ডাক প্রতিদিনের আয়েশা আক্তার, জাগরনী টিভির আশিকুর রহমান, এশিয়ান টিভির সৌরভ হাসান, কুমিল্লার কাগজের আলমগীর কবির, বার্তা টুয়েন্টিফোরের রাফি খান, সাংবাদিক ইয়াছিন রোমান, এখন টিভির ভিডিও জার্নালিস্ট কামরুল হাসান, ফটো সাংবাদিক ফোরকান হোসেন, যমুনা টিভির ক্যামেরাপার্সন সাকিব হাসান, সময় টিভির ক্যামেরাপার্সন খোরশেদ আলম, নিউজ ২৪’-এর ক্যামেরাপার্সন সাইফুল ইসলাম, মেঘনা টিভির রায়হান, পপুলার টিভির আবদুল মোতালেব।
কেকে/ এমএ