গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় প্রতিবন্ধীদের বিভিন্ন প্রশিক্ষণের স্থানগুলো পরিদর্শন করেন তিনি।
এ সময় শারমীন মুরশিদ বলেন, ‘মৈত্রী শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। প্রতিবন্ধীদের নিজ হাতে তৈরি মুক্তা পানি সারা দেশে সুনাম অর্জন করেছে। শুধু তাই নয়, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধীদের এখানে কর্মসংস্থান তৈরি হয়েছে। প্লাস্টিক চেয়ার, প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের বালতি, মগ, ঝুরিসহ হরেক রকমের পণ্য উৎপাদন করা হচ্ছে মৈত্রী শিল্পে।’
পরিদর্শনকালে উপদেষ্টার সাথে ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীস্থ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান, কারখানা ব্যবস্থাপক মোহাম্মদ মহসিন আলী।
কেকে/ এমএ