রোববার, ১২ অক্টোবর ২০২৫,
২৭ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

রোববার, ১২ অক্টোবর ২০২৫
শিরোনাম: বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      মঙ্গলবার থেকে কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা      নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা      অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল      ইতালির পথে প্রধান উপদেষ্টা      যুদ্ধবিরতির পর গাজায় একদিনে ফিরেছেন ৫ লাখ ফিলিস্তিনি      
দেশজুড়ে
লাকসামে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ ও অর্থ লুটের প্রতিবাদে মানববন্ধন
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলমের দেওয়া সব অবৈধ নিয়োগ বাতিল ও অর্থ লুটের প্রতিবাদে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকালে কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোডে ব্যাংকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে ঋণ গ্রহণের নামে এস আলম গ্রুপের লক্ষ কোটি টাকা লুটপাট ও ২০১৭-২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মীদের অবিলম্বে চাকরি থেকে অপসারণের দাবিতে কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লাকসাম শাখার সাধারণ গ্রাহকসহ বৈষম্য বিরোধী চাকুরি প্রত্যাশীরা।

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমরা ব্যাংকের সাধারণ গ্রাহক। আমরাই ব্যাংকের মূল চালিকা শক্তি। আমাদেরকে বাদ দিয়ে ব্যাংকের সার্বিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এসআলম গ্রুপ একসময় ব্যাংকটিকে জোরপূর্বক দখল করে। ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নামে-বেনামে ঋণ দেখানোসহ নানা কৌশলে ইসলামী ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা লুটপাট করেছে এসআলম গ্রুপ। দক্ষ কর্মীদের ছাটাই করে তখন তারা অবৈধভাবে অঞ্চলভিত্তিক অদক্ষ ও অযোগ্যদের এ ব্যাংকে নিয়োগ দিয়েছিল। নিয়োগ বাণিজ্যের মাধ্যমেও কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছিল। দীর্ঘদিনের লুটপাট আর পরিচালনায় ব্যর্থ হয়ে তারা ব্যাংকের সাধারণ গ্রাহকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ঠেলে দিয়েছে। 

ভুক্তভোগী অভিযোগে আরো জানান, ব্যাংকটিতে বর্তমানে প্রচন্ড তারল্য সংকটসহ বিভিন্ন সমস্যা প্রকট আকার ধারণ করেছে। প্রবাসীরাসহ ব্যাংকের সাধারণ গ্রাহকরা তাদের কষ্টার্জিত অর্থ নিরাপদে রাখার লক্ষ্যে এই ব্যাংকে জমা রেখেছিল। ব্যাংকটির ব্যাপক লুটপাট আর অনিয়ম-দুর্নীতির ফলে আজ সাধারণ গ্রাহকরা তাদের গচ্ছিত আমানত ফেরৎ পাওয়ার বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে। এ অবস্থায় তারা সরকারসহ সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। ব্যাংকটিকে বাঁচাতে হলে অনতিবিলম্বে ব্যাংকে অবৈধভাবে নিয়োগ পাওয়া অদক্ষ ও অযোগ্য কর্মীদের অপসারণ করে পরীক্ষার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে মেধাবী ও যোগ্যদের নিয়োগ দিতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে দুর্নীতিমুক্ত করার জন্য স্বচ্ছ তদন্ত কমিটি গঠন এখন সময়ের দাবি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে লুটপাটকারী এস আলম গ্রুপসহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্নীতির মূলোৎপাটনে দুর্নীতিবাজদের শাস্তির আওতায় এনে অনন্য নজির স্থাপন করতে হবে। এসময় তারা ব্যাংকের সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত আহ্বান জানান।

গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আস্থা ফিরে আসছে, তাই ডিপোজিটও বাড়ছে। এসময় তারা ব্যাংকের উন্নয়নে সকল গ্রাহকসহ প্রবাসী ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি সাবেক ব্যাংকার মো. আবুল হাশেম, সেক্রেটারি ফখরুল ইসলাম মাসুম, দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. নুরে আলম, মো. আব্দুর রহমান, ব্যাংকের গ্রাহক মো. আবুল কালাম, মাওলানা জাকির হোসেনসহ বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশীরা। এছাড়া মানববন্ধনে শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঘুমধুমে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল
লালপুরে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক ধসে ভাঙন আতঙ্ক
মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ভেড়ামারায় জাপান বাংলাদেশ নিহোঙ্গো সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠান

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন
বান্দরবানে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি
নেতা নির্বাচনে ইসলামের নির্দেশনা
সমতা আইনেই, বাস্তবে নয়
অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধি দল

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close