রংপুুরের গঙ্গাচড়া উপজেলায় টর্নেডো ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২০ মেট্রিক টন চাল ও নগদ দুই লক্ষ টাকা বিতরণ করা হয়।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সহযোগিতায় এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছেন।
এক নারী বলেন, ‘বন্যায় ঘরবাড়ি ভেসে গিয়েছিল। এই চাল ও নগদ সহায়তা আমাদের নতুন করে বাঁচার সাহস দিয়েছে।’
মাহমুদ হাসান মৃধা বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার বড় দৃষ্টান্ত। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো যদি এগিয়ে আসে, তাহলে কোনো মানুষই অসহায় থাকবে না। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে পর্যায়ক্রমে সহায়তার আওতায় আনা হবে।’
কেকে/ এমএ