নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।
সোমবার (৬ অক্টোবর) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও ইসলামী যুব আন্দোলনের নেতা মাহাদী হাসান সিদ্দিকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বক্কর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাহমুদুল হাসান, কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জল প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র কুরআন মানবজাতির আলোকিত দিশারী। কুরআন অবমাননা গভীরভাবে আঘাত করে মুসলমানদের হৃদয়ে। যারা এমন করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে উসকানিমূলক কাজ করছে। সরকারকে উচিত এই ধরনের ঘটনার পেছনের ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা। এ সময় তারা অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে উলামা মাশায়েখ নেতৃবৃন্দরা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গড়কান্দা থেকে শুরু হয়ে ভোগাই ব্রীজে গিয়ে শেষ হয়।
কেকে/ আরআই