চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘এখন’ টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মিরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আমার দেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও জ্যৈষ্ঠ সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব চত্ত্বরে এই কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংবাদিক দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ভোরের দর্পণ প্রতিনিধি আশরাফ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কালের কন্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বণিকবার্তা প্রতিনিধি রাজু কুমার দে, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, একুশে টেলিভিশন প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, সময়ের কন্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, সাংবাদিক জাবেদ হোসাইন, আজকের পত্রিকা প্রতিনিধি সাফায়েত মেহেদী, আব্দুল মান্নান রানা, রবি করিম, কমল পাটোয়ারি বাচ্চু, শাখাওয়াত হোসেন সাকিব, ইব্রাহিমসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের উপর ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেফতারের জোর দাবি জানানো হয়। বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে লেখনির কারণে সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ খুন হওয়া সকল সাংবাদিক খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহ্বান জানান।
কেকে/বি