ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ প্রক্রিয়া বাতিল ও অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকালে মোংলা পৌরসভা চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা পৌর শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা। তিনি বলেন, “ইসলামী ব্যাংকসহ কয়েকটি বেসরকারি ব্যাংকে যোগ্য ও মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের লোকদের অবৈধভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এটি শুধু ব্যাংকিং খাত নয়, দেশের আর্থিক ব্যবস্থার জন্যও মারাত্মক হুমকি। আমরা অবিলম্বে এই নিয়োগ বাতিল ও সারাদেশে সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এস আলম গ্রুপের একচ্ছত্র প্রভাব থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করতে হবে। সাধারণ গ্রাহক ও সৎ আমানতকারীরা আজও ইসলামী ব্যাংকের প্রকৃত আদর্শ ও নৈতিক ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় প্রস্তুত রয়েছে।”
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানায়, ব্যাংক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সাধারণ গ্রাহক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
কেকে/বি